ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩৭ এ পা দিলেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড সেনসেশন ও পাতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর ৩৭ এ পা দিয়েছেন বৃহস্পতিবার । জন্মদিনে ভক্তরা অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কারিনা।

বলিউড লাইফ ডটকমের খবরে বলা হয়েছে, কারিনার ছবিসহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী। যদিও সামাজিক গণমাধ্যম ইনস্টাগ্রাম বা টুইটার কোনটাতেই তেমন বিচরণ নেই কারিনার।

পোশাক নকশাকারক মণীষ মালহোত্রা তাঁর নকশায় তৈরি করা একটি পোশাক পরিহিত অবস্থায় কারিনার ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ও কাছের বেবো (কারিনা কাপুরের ডাকনাম), ভালো থেকো সবসময়।’

জন্মদিনে নিজের বড় বোনের শুভকামনাও পেয়েছেন কারিনা। বোনের সঙ্গে কারিনার ছোটবেলার ছবি ইন্সটাগ্রামে শেয়ার দিয়ে কারিশমা কাপুর লিখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট বোন এবং সবসময়ের সেরা বান্ধবী।’

কারিনার প্রিয় বন্ধুদের মধ্যে  করন জোহর অন্যতম । জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও। ইন্সটাগ্রামে ছবিসহ  শুভেচ্ছা বার্তায় কারিনার উদ্দেশ্যে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে, যাকে আমার সহোদরা হিসেবে পেতে ইচ্ছে করে। অনেক ভালোবাসি তোমায় বেবো।’

এছাড়া কারিনার সবচেয়ে কাছের বান্ধবী অমৃতা আরোরাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্সটাগ্রামে অমৃতার শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বেবো।’

বর্তমানে ‘ভিরে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের শুটিং নিয়ে  দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন ৩৭- তম বসন্তে পা দেওয়া কারিনা।

/ কে আই//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি