ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩৭ জনকে নিয়োগ দেবে বিটাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ২৭ মে ২০১৮ | আপডেট: ১০:১৯, ৩১ মে ২০১৮

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্ত্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ পদে ৩৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা   

১)জুনিয়র ইঞ্জিনিয়ার-০৯ টি

২)এস্টিমেটর-০১ টি

৩)নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-০৩ টি

৪) টিএমটি-০৩(মেশিন টুলস অপারেটর/টার্নারা)-০২ টি

৫) টিএমজি-০৩(অটোমোবাইল)-০১ টি

৬)শিক্ষানবিস কারিগর (মেশি টুলস অপারেটর/ টার্নার)-১২ টি

৭) শিক্ষানবিস কারিগর জেনারেল মেকানিক্স-০৩ টি 

৮) শিক্ষানবিস কারিগর (অটোমোবাইল)-০২ টি

৯) সাহায্যকারী-০৪ টি

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে সচিব, বিটাক, ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা 

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জুন, ২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। 

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি