ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৩ ওভারে ৫১ তুলেও জয় পেল না প্রোটিয়ারা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ২৪ অক্টোবর ২০২২

১৮ বলে ৪৭ রান করেও জয় বঞ্চিত হওয়ায় হতাশ ডি ককের সঙ্গে হার থেকে বেঁচে যাওয়া চাকাভা

১৮ বলে ৪৭ রান করেও জয় বঞ্চিত হওয়ায় হতাশ ডি ককের সঙ্গে হার থেকে বেঁচে যাওয়া চাকাভা

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বেশ ভালো রকমের বাগড়াই দিয়েছে বেরসিক বৃষ্টি। যে কারণে ৩ ওভারে ৫১ রান তুলেও ৮০ রানের লক্ষ্যটা ছুঁতে পারল না কুইন্টন ডি ককরা। বৃষ্টি পণ্ডই করে দিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে মধ্যকার ম্যাচটি।

সোমবার হোবার্টে দিনের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির জন্য সময় নষ্ট হওয়ায় দুই দলের ইনিংসের দৈর্ঘ্য কমে চলে আসে ৯ ওভারে।

এমন সংক্ষিপ্ততম ম্যাচে বেলেরিভ ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে জিম্বাবুয়ে। 

আর ৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির মধ্যেও শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি কক। পাঁচ বাউণ্ডারিতে প্রথম ওভারেই তোলেন ২৩ রান। এরপর বৃষ্টি জোরে নামলে লক্ষ্যটা ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।

দ্বিতীয় দফায় ওই লক্ষ্য তাড়া করতে নেমে ডি’ককের ঝড়ে মাত্র ৩ ওভারে ৫১ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর আবারও বৃষ্টির বাগড়া দিলে শেষ হয়ে যায় ম্যাচটি। বেরসিক বৃষ্টি একপ্রকার ছিনতাই করে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নিশ্চিত জয়!

বৃষ্টি বেড়ে যাওয়ায় দুই দলের কেউ মাঠে না নামলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েও এক পয়েন্ট পেলো জিম্বাবুয়ে। অন্যদিকে ২ পয়েন্টের জায়গায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো প্রোটিয়াদের।

এদিন ডি’ককের ব্যাটিং তাণ্ডবে ছিন্ন ভিন্ন হয়ে যায় জিম্বাবুয়ের বোলাররা। এই প্রোটিয়া ওপেনার মাত্র ১৮ বলে ৮টি চার ও এক ছয়ে ৪৭ রান করেও দলকে জেতাতে পারলেন না বৃষ্টির বাগড়ায়। অন্য প্রান্তে টেম্বা বাভুমার রান তখন মাত্র ২।

এমন বৃষ্টিতে খেলা সম্ভব নয় বলে আবেদন জানাচ্ছেন শন উইলিয়ামস

এর আগে শুরু থেকেই ক্রেইগ আরভিনদের চাপে রাখেন প্রোটিয়া বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে অধিনায়ক আরভিনকে (২ রান) ফেরান ওয়েইন পারনেল। পরের ওভারে রেগিস চাকাভা (৮ রান) ও ইনফর্ম সিকান্দার রাজাকে (০ রান) ফেরান লুঙ্গি এনগিডি।

পরের ওভারে ডেভিড মিলারের বুলেট গতির থ্রোতে রান আউট হয়ে ফেরেন শন উইলিয়ামসও (১ রান)। ফলে মাত্র ১৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। 

এ অবস্থায় পঞ্চম উইকেট জুটিতে ওয়েসলি মাধেভেরে এবং মিল্টন শুম্বা মিলে ৬০ রান যোগ করলে ওই স্কোর দাঁড় করাতে পারে জিম্বাবুয়ে। এই জুটিতে অবশ্য বেশি আগ্রাসী ছিলেন মাধেভেরেই। 

তরুণ এই জিম্বাবুইয়ান ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শুম্বার ব্যাট থেকে আসে ১৯ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে এনগিডি ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি