ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:২০, ২২ ডিসেম্বর ২০২৪

জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু করে সংগঠনটি। 

পরে দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

পদযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে: তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে না।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ১২ ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়ে ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেলে মারা যান। ১৮ ডিসেম্বর পূর্বাচলের লেক থেকে শিক্ষার্থী সুজানা আক্তার (১৭) ও সাইনুর রশিদ কাব্য (১৬) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রামে জসিম উদ্দিন নামে আন্দোলনে যুক্ত আরেক শিক্ষার্থী হত্যার শিকার হন।

দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রজনতাকে হত্যা করা হচ্ছে। তা বন্ধ করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হব।

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো-

১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করা।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাকে জীবনের নিরাপত্তা দেওয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি