ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ মাসের বাকিতে চাল আমদানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ২২:৩৭, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চালের বাজারে অস্থিতিশীলতা দূর করতে এবার বাকিতে চাল আমদানির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৩ মাস বিলম্বে পরিশোধের শর্তে চাল আমদানির এ সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তবে রপ্তানিকারক সম্মতি দিলেই ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগাতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।  

জানা গেছে, চাল, ডাল, মরিচ, লবণ প্রভৃতি পণ্য আমদানির বিপরীতে রপ্তানিকারকদের নগদে অর্থ পরিশোধ করতে হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সম্প্রতি চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমদানি উৎসাহিত করতে এই শর্তে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ মাস বিলম্বে পরিশোধের শর্তে চাল আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা।

এর আগে ব্যবসায়ীদের শূন্য মার্জিনে চাল আমদানির সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ন্যূনতম সিকিউরিটি মানি জমা না দিয়েও চাল আমদানির ঋণপত্র খুলতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে গত ১৯ জুন সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি