ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

৩ রকমের ভবিষ্যৎ হতে পারে কোভিডের, কী বলছেন বিশেষজ্ঞরা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৩১ মার্চ ২০২২

করোনা কি শেষ? ভবিষ্যতে কি করোনা বলে আর কিছু থাকবে না? কী বলছেন বিশেষজ্ঞরা?

আর থাকবে না কোভিড। পরতে হবে না মাস্ক। ইচ্ছামতো আবার যানবাহন ব্যবহার করা যাবে। আয়ের সংস্থান হবে আগের মতো।

এই স্বপ্নগুলি তো সকলেই দেখতে শুরু করেছেন। কিন্তু পরিস্থিতি কি সত্যিই সেই দিকে এগোচ্ছে। কী বলছেন বিশেষজ্ঞরা?

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর বিশেষজ্ঞরা এই বিষয়ে কয়েকটি পূর্বাভাস দিয়েছেন। তারা বলেছেন, কোভিড পুরোপুরি শেষ হয়ে যাবে, আর এর চিহ্নমাত্র পাওয়া যাবে না, এমন সম্ভাবনা কম।

কোভিড থাকবে। নতুন নতুন ভ্যারিয়েন্ট বা রূপও দেখা দেবে। কিন্তু সেগুলি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে, তা নিয়ে নানা মত রয়েছে।

এই বিষয়ে তিনটি সম্ভাবনার কথা বলছেন বিজ্ঞানীরা। দেখে নেওয়া যাক, সেই সম্ভাবনাগুলি কী কী:

সবচেয়ে ভালো কী হতে পারে: ভবিষ্যতে করোনার একের পর এক নতুন রূপ দেখা যেতে শুরু করল। সংক্রমণের হারও বাড়ল। কিন্তু টিকা এবং সংক্রণের ফলে তৈরি হওয়া ইমিউনিটি বা রোগ প্রতিরোধ শক্তির কারণে সেই রূপগুলির কোনওটিই বিশেষ সমস্যা সৃষ্টি করতে পারল না। করোনা আমাদের মধ্যে থেকে গেল, কিন্তু আমরা তাকে নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিলাম।

সবচেয়ে খারাপ কী হতে পারে: টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তি প্রায় কোনও কাজেই লাগল না। কারণ করোনা নিজের রূপ বদলের মাধ্যমে এমন নতুন কিছু ভ্যারিয়েন্ট তৈরি করল, যেগুলি মারাত্মক সমস্যার। এর থেকে বাঁচার জন্য নতুন নতুন টিকা তৈরি দরকারি।

কী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি: করোনা আমাদের জীবনে থেকে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এটি নিজের রূপ বদাতে থাকবে। কিন্তু সেটির বিশেষ প্রভাব আমাদের উপর পড়বে না। কারণ টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তির কারণে এই রূপগুলি বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবে না।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি