ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ সিটিতে বিএনপির মনোনয়ন বিক্রি কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আগামীকাল বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। ফরম জমা দিতে হবে পরদিন বৃহস্পতিবার বিকাল ৪ টার মধ্যে।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র ‍যু্গ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ২০ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

প্রতিটি ফরমের দাম ১০ হাজার টাকা। এ টাকা জমা দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তু ২৫ হাজার টাকা জামানতসহ পূরণকৃত মনোনয়নপত্র জমা দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ সভাপতি আহমেদ আযম খান ও ডা. জাহিদ হোসাইন প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি