ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩ সিটি করপোরেশনে বিএনপির মনোনয়োন ফরম বিতরন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়োন ফরম বিতরন শুরু করেছে বিএনপি। এরইমধ্যে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩জন মনোনয়ন সংগ্রহ করে। এছাড়া রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুলও মনোনয়োন সংগ্রহ করেন। এদিকে খালেদা জিয়াকে কারামুক্ত করতে প্রয়োজন আন্দোলন কর্মসূচীর ধরন পরিবর্তন করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতারা।

৩ সিটি নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকালেই মনোনয়োন ফরম বিতরন শুরু করে বিএনপি। প্রথমেই সিলেটের বর্তমান মেয়র ও জাতীয় নির্বাহি কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়াও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়। এরপরই রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মনোনয়ন ফরন নেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার  দুলু।

এদিকে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। খালেদা জিয়াকে মুক্ত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের ধরন পরিবর্তনের আভাস দেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারের নির্দেশে ৭দিন তাকে গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি