৪০তম বিসিএস: নন-ক্যাডার পদে আবেদন শুরু ২ জুন
প্রকাশিত : ১৬:৩১, ৩১ মে ২০২২ | আপডেট: ১৬:৪৩, ৩১ মে ২০২২
৪০তম বিসিএসের প্রার্থীদের কাছে থেকে নন-ক্যাডার পদে চাকরির জন্য আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (২ জুন) থেকে। আবেদন করা যাবে ১৬ জুন পর্যন্ত।
মঙ্গলবার (৩১ মে) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যাদের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের থেকে এই আবেদন চাওয়া হয়েছে। অনলাইন মাধ্যমে চলবে এ আবেদন প্রক্রিয়া।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে ৯ ম, ১০ ম, ১১ তম ও ১২ তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরির আবেদন করতে পারবেন।
টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে জমা আবেদন জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।
গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফল প্রকাশিত হয়। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া ক্যাডার পদে সুপারিশ করা হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
আরকে//
আরও পড়ুন