ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪০ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রত্যেক গ্রাহক ৪০ টাকা দরে ৩ কেজি করে আলু কিনতে পারবেন। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকায় সাধারণ ভোক্তাদের জন্য ৩ কেজি করে আলু বিক্রি শুরু হবে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি চলছে। এই কার্যক্রমের পাশাপাশি ঢাকার ৫০টি এবং চট্টগ্রামের ২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য, তেল, ডাল এবং খাদ্য অধিদফতরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং চাল ৩০ টাকায় পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল কিনতে পারবেন।

আলু বিক্রির এই কার্যক্রম সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্বোধন করবেন। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি