ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৪৩ জনকে নিয়োগ দেবে বিইউপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৯ অক্টোবর ২০১৯

সম্প্রতি জরুরি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিরপুর সেনানিবাস। প্রতিষ্ঠানটি ২৬টি পদের জন্য চুক্তিভিত্তিক ৪ জন এবং স্থায়ীভাবে ৩৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

স্থায়ী পদগুলো হলো: উপপরিচালক ১ জন, সহকারী পরিচালক ১ জন, সহকারী নেটওয়ার্ক এডিমিনিস্ট্রেটর ১ জন, সেকশন অফিসার ১ জন, সহকারী প্রোগ্রামার ১ জন, হিসাব রক্ষক ১ জন, অটোমোবাইল টেকনিমিয়ান ১ জন, ল্যাব টেকনিশিয়ান ১ জন, নেটওয়ার্ক টেকনিশিয়ান ১ জন, হার্ডওয়্যার টেকনিশিয়ান ১ জন, সহকারী হিসাব রক্ষক ১ জন, অডিও-ভিডিওম্যান ১ জন, গ্রাফিক্স ডিজাইনার ১ জন, অফিস সহকারী কাম ডাটা প্রসেসর ৩ জন, ড্রাইভার ৭ জন, লিপট অপারেটর কাম মেকানিক্স ১ জন, এসি মেকানিক্স ১ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, সহকারী ড্রাইভার ১ জন, অ্যাসিস্ট্যান্ট ট্রেডসম্যান ১ জন, সহকারী বাবুর্চি ৪ জন, গার্ডেনার ৩ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ৪ জন।

চুক্তিভিত্তিক পদগুলো হলো : সহকারী সিস্টেম এ্যানালিস্ট ১ জন, উপ-সহকারী প্রকৌশলী ১ জন, ল্যাব টেকনিশিয়ান কাম ভিডিও এডিটর ১ জন এবং ল্যাব টেকনিশিয়ান কাম ভিডিও গ্রাফার ১ জন।

বিস্তারিত তথ্যের জন্য www.bup.edu.bd/notices/all -এ লগ ইন করুন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি