ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৪৬ পদে নিয়োগ দেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২৩ অক্টোবর ২০১৭

জনবল নিয়োগ দেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। প্রতিষ্ঠানটি শিক্ষকসহ ১৯ পদে নিয়োগ দেবে ৪৬ জনকে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

প্রভাষক,(বাংলা)ইংরেজি ভার্সন-১ টি, প্রভাষক,(ইংরেজি),ইংরেজী ভার্শন-১ টি, সিনিয়র শিক্ষক(বাংলা),ইংরেজি ভার্সন-১টি, সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম),বাংলা ভার্সন-১ টি, সিনিয়র শিক্ষক (গণিত), ইংরেজী ভার্সন- ১ টি, সিনিয়র শিক্ষক(গার্হস্থ বিজ্ঞান), বাংলা ভার্সন-১টি, সিনিয়র শিক্ষক(শারীরিক শিক্ষা),বাংলা ভার্শন-২টি(১টি নারী,১টি পুরুষ), প্রদর্শক-পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-৬ টি(জীববিজ্ঞানে ২টি, রসায়নবিজ্ঞানে ২টি), নেটওয়ার্ক অফিসার/নেটওয়ার্ক টেকনিশিয়া-১ টি, সিকিউরিটি ইনচার্জ -১ টি, পরিবহন ইনচার্জ-১ টি, ড্রাইভার- ৬ টি, ইলেকট্রিশিয়ান-১ টি, ল্যাব বেয়ারার-৩ টি, পিয়ন/ অফিস সহায়ক-২ টি, বাস হেলপার -৯ টি, পেইন্টার- ১ টি, মালী- ১ টি, পরিচ্ছন্নতা কর্মী-৬ টি।

আবেদনের যোগ্যতা:

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েব সাইট দেখুন ।

আবেদনের নিয়ম:

আগ্রহী পার্থীরা প্রতিষ্ঠানটির ওয়েব সাইট  (www.noormohammadcollege.ac.bd)  থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন । নির্ধারিত ফরমে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা এর বরাবর আবেদনপত্র জমা দিতে হবে । আবেদনপত্র পূরণের সময় শুরু হবে ২৪ অক্টোবর, ২০১৭ ইং শুরু হবে ।প্রথম দুটি পদের জন্য ৫০০টাকা, ৩-১০ নং পদের জন্য ৪০০ টাকা, ১১-১৯ নং পদের জন্য ৩০ টকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে । সোনালী ব্যাংক লি: পূবালী ব্যাংক লি:, পূবালী ব্যাংক লি:, সীমান্ত ব্যাংক লি:, ব্যাংক এশিয়া লি: এর যে কোন শাখা থেকে টাকা জমা দিতে হবে । আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট এর কপি জমা দিতে হবে ।  

আবেদনের শেষ সময় :

৩১ অক্টোবর, ২০১৭ ইং তারিখের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।

সরাসরি বিজ্ঞপ্তির পিডিএফ পেতে নিচের লিংকে দেখুন: http://www.noormohammadcollege.ac.bd/FileNotice/211-Circular%202017.pdf

// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি