ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০২৪

৪ ঘণ্টা পর টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৯, ১৮ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ (ফ্রেশ টিস্যু) তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ ভোরে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

কারখানার শ্রমিকরা জানায়, ভোরে ফ্রেস টিস্যুর উৎপাদনকারী এই পেপার এন্ড পলপ কারখানাটির চারতলা বিশিষ্ট গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে৷ এসময় কারখানায় থাকা শ্রমিক- কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচা মাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুনের শিখা বেড়ে যায়। 

পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল জানান সোনারগাঁ গজারিয়া ও গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি