ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কাদিসকে ৩-০ গোলে হারানোর মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত হয় লস ব্লাঙ্কোদের। লা লিগায় এটি রিয়ালের ৩৬তম শিরোপা। 

চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেতে এই ম্যাচে দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। নিজ মাঠে ১ পয়েন্ট নয় বড় জয় নিয়েই শিরোপা উৎসব করলো লস ব্লাঙ্কোরা। 

তবে এদিনের শুরুটা খুববেশি ভালো ছিলো না রিয়ালের। প্রথমার্ধে গোল মিসের মহড়ায় এগিয়ে যাওয়া হয়নি ভিনিসিয়ুস-রদ্রিগোদের। 

তবে ৫১ মিনিটে অপেক্ষা ফুরোয় মাদ্রিদের। গোল করেন ব্রাহিম দিয়াজ। লুকা মদ্রিচের বাড়ানো পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান দিয়াজ।

আর ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান জুড বেলিংহাম। দিয়াজের বাড়ানো বল পেয়ে পায়ের টোকায় জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার।

যোগকরা সময়ে স্কোরশিটে নাম তোলেন জোসেলু। তাতে বড় জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের, সেই সঙ্গে শিরোপাও।

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছিল মাদ্রিদের দলটি। এক মৌসুম বিরতি দিয়ে তারা সেই শিরোপা পুনরুদ্ধার করেছে। এ জয়ে লা লিগায় নিজেদের সবচেয়ে শিরোপা জয়ের রেকর্ডও সমৃদ্ধ করল রিয়াল। এ নিয়ে ৩৬তম শিরোপা জয় করলো তারা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুইয়ে থাকা জিরোনার চেয়ে রিয়াল ১৩ পয়েন্টে এগিয়ে। তারা যদি বাকি চার ম্যাচে হারে এবং জিরোনা নিজেদের চার ম্যাচে জেতে তবুও রিয়ালকে ছুঁতে পারবে না তারা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি