ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

৫২’র আজকের দিনে পালিত হয় ছাত্র ধর্মঘট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

আজ ৪ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এদিন ঢাকা শহরে ছাত্র ধর্মঘট পালিত হয়। ছাত্র সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ২১ ফেব্রুয়ারি প্রদেশজুড়ে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশের পর থেকেই ভাষা সৈনিকরা দলে দলে ভাগ হয়ে সারাদেশে প্রচারণায় যান। 

দেশবিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন শুরু হলেও, এ দাবিতে ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি মিছিল-সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়। নেতারা আগেই ২১ ফেব্রুয়ারি প্রদেশজুড়ে হরতালের দিন ঠিক করলেও তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন বড় শো-ডাউন চেয়েছিলেন।

৪ ফেব্রুয়ারির সমাবেশে ব্যাপক লোকসমাগমের পর ভাষাসৈনিকরা নতুন উদ্দীপনায় ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠনে জেলা ও মহকুমা শহরগুলোতে সফর করেন।

ভাষা আন্দোলনের স্বপক্ষের সিংহভাগ রাজনৈতিক নেতা, ২১ ফেব্রুয়ারি হরতালের আগের দিন ১৪৪ ধারা ভঙ্গের বিপক্ষে মত দেন।
তবে হরতালে মানুষের ব্যাপক সমর্থন পেয়ে ভাষাসৈনিকরা ১৪৪ ধারা ভাঙ্গেন। নিজের প্রাণ দিয়েও মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব ইতিহাসে অমর উপখ্যান রচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক লোক সমাগম এবং সেখানে গুলির পর সারাদেশে আন্দোলন ছড়ায় দাবানলের মত।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি