৫৭৩রানের জবাবে ১ম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ
প্রকাশিত : ১৮:৫২, ৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:০৩, ৭ অক্টোবর ২০১৭
ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে ৪ উইকেট হারিয়ে ৫৭৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রানে ক্রিজে রয়েছেন সৌম্য সরকার। তার সঙ্গে ব্যক্তিগত ৪ রানে সঙ্গ দিচ্ছেন ইমরুল কায়েস।
টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে মাত্র ৭ ওভার ব্যাট করল দক্ষিণ আফ্রিকা। এই ৭ ওভারে উঠালো ৪৩ রান।
১৩৫ রানে অপরাজিত ছিলেন দু প্লেসি, ২৭ বলে ২৮ রানে ডি কক। দক্ষিণ আফ্রিকা ওভার প্রতি রান তুলেছে ৪.৭৮ করে। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪জন ব্যাটসম্যান শত রান করেছেন।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের বিবর্ণ বোলিং ছাপ ছিলো প্রতিটা সেশনেই। বাংলাদেশের বোলারদের মধ্যে ১১৮ রানে ৩ উইকেট নিয়ে সফলতম শুভাশিস রায়। আর ২২ ওভার বোল করে ১১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। আর কোনো বোলারই কোনো উইকেটের দেখা পাননি। যদি বাংলাদেশ দলের অধিনায় মুশফিকুর রহিম মোট ৮ জনকে দিয়ে বোলিং করিয়েছেন।
টিকে