ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৬০ কেজি ওজনের পা নিয়ে ঢামেকে সিলেটের নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:২৯, ১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রায় ৬০ কেজি ওজনের একটি অস্বাভাবিক পায়ের চিকিৎসা করতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন এক নারী। ৪০ বছর বয়সী রেজিয়া বেগমের বাড়ি সিলেটে। চিকিৎসকরা বলছেন অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে অতিরিক্ত মেদ কেটে ফেলা হবে।


ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিবিসিকে জানিয়েছেন, অস্বাভাবিক পা ফুলে যাওয়ার রোগটি `এলিফ্যান্টিয়াসিস` নামে পরিচিত। অর্থাৎ পা ফুলে অনেকটা হাতির পায়ের মতো হয়ে যায় বলে এ রোগের নামকরণ হয়েছে `এলিফ্যান্টিয়াসিস` । বাংলাদেশে অনেকের কাছেই এটি গোদ রোগ হিসেবে পরিচিত।


চিকিৎসকরা বলছেন সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চলে গোদ রোগের প্রকোপ দেখা যায়। সামন্ত লাল সেন বলেন এ ধরনের রোগীর চিকিৎসার জন্য কয়েক-দফা অস্ত্রোপচার করতে হবে। এ ধরনের রোগ বাংলাদেশে খুব বিরল নয় বলে উল্লেখ করেন সামন্ত লাল।
তিনি বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর ফুলে যাওয়া পা অনেকটা স্বাভাবিক আকারে নিয়ে আসার চেষ্টা করা হবে।


চিকিৎসকরা বলছেন, প্রায় ২০ বছর বয়সে রেজিয়া বেগমের গোদ রোগের উপসর্গ দেখা দেয়।কিন্তু যথাযথ চিকিৎসা না হওয়ায় এটি ধীরে-ধীরে ফুলে বিশাল আকার ধারণ করে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি