ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে ঢাকায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বিদ্যুৎ সংকট মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে। সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবারও সর্বনিম্ন এক ঘণ্টা থেকে ছয় ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।

ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের অধিকাংশ এলাকাতেই তিন থেকে ছয় ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি