ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

৬ দিনের ছুটির পরও খুলছে না সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর

প্রকাশিত : ১৬:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহার ৬ দিনের ছুটির পরও খুলছে না সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ভারতের ঘোজাডাঙ্গায় একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আরও ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে টানা ১৩ দিনের ছুটির ফাঁদে পড়েছে বন্দরটি। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ঘোজাডাঙ্গায় একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সে দেশের প্রশাসন আরও ৭দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আমাদানী-রপ্তানী কার্যক্রম আবার শুরু হবে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি