ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

৬ বছরের শিশু সরাসরি থানায়, অভিযোগ দিলো মা-বাবার বিরুদ্ধে

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১০, ২৯ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাসরি থানায় গিয়ে হাজির ৬ বছরের এক শিশু। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মা-বাবার বিরুদ্ধে দিলো অভিযোগ। সেই অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিলেন ওসি।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের প্রাত বাজারের জাহাঙ্গীর মিয়ার ৬ বছরের ছেলে খুদে শিশু সিয়াম তার বাবা মায়ের ঝগড়া থামাতে সরাসরি থানায় উপস্থিত হয়। অফিসার ইনচার্জ ওসির কাছে তার বাবা ও মায়ের মধ্যে পারিবারিক কলহের অভিযোগ করেন ওই শিশু।

শিশু সিয়াম বলেন, তার বাবা-মায়ের কলহের কারণে সে খুব বিরক্ত তাই সে বাধ্য হয়েই থানায় এসেছে। এসময় সরাইল থানার অফিসার ইনচার্জের নিকট সে মৌখিক অভিযোগ ও অনুযোগ প্রকাশ করেন।

বিষয়টি অফিসার ইনচার্জ গুরুত্ব সহকারে বিষয়টি শ্রবণ করেন। পরে সরাইল থানার এসআই মোঃ জয়নাল আবেদীন ও  এএসআই সাইফুল ইসলামকে  শিশু সিয়ামের সাথে তার বাড়িতে পাঠায়। তারা খুদে শিশু সিয়ামের বাড়িতে উপস্থিত হয়ে তার বাবা জাহাঙ্গীর মিয়া ও মায়ের মধ্যে সৃষ্ট পারিবারিক কলহ সুন্দরভাবে সমাধান করলে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে।

এবিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এই শিশুটিকে যখন আমি থানায় দেখতে পেলাম তখন মনে হচ্ছিল সে কিছু বলতে চাচ্ছে। তাই তার কাছে ঘটনাটি শুনতে চাওয়ার পর সে বলল এবং আমি সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি। এটি সত্যিই একটি বিরল ঘটনা। 

তিনি আরও বলেন, শিশুটি সাহসিকতার পরিচয় দিয়েছে বলে তাকে ধন্যবাদ, পাশাপাশি সিয়ামের মত অন্য কোনো শিশু বা যেকোনো বয়সের সাধারণ জনগণের যেকোনো অভিযোগ সরাসরি করার জন্য আহবান জানাচ্ছি। যদি মনে হয় যে বিষয়টি জরুরি, অবশ্যই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি