৬ বছর পর সৌদী আরবে জনশক্তি পাঠানোর পথ সুগম হলো বাংলাদেশের
প্রকাশিত : ১৪:৩০, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ১১ আগস্ট ২০১৬
বাংলাদেশী শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদী আরব। এরফলে ৬ বছর পর সৌদী আরবে জনশক্তি পাঠানোর পথ সুগম হলো বাংলাদেশের। এদিকে, যারা প্রথমবার হজ ও ওমরাহ পালন করবেন, তাদের জন্য ভিসা ফি মওকুফের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এছাড়া, বাংলাদেশ থেকে তৈরি পোশাক শ্রমিক ও গৃহকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে জর্ডান।
দীর্ঘদিন পর খুলছে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজারের দুয়ার। বুধবার বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয় সেদেশের শ্রম মন্ত্রণালয়। এরফলে, এখন থেকে শুধু গৃহকর্মীই নয়, সব পেশার শ্রমিকই সৌদি আরবে কাজের সুযোগ পাবেন।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে কেবলমাত্র গৃহকর্মীরাই সৌদি আরবে কাজের সুযোগ পেয়েছেন। তবে, জুন মাসে সৌদি আরব সফরের সময় বাংলাদেশি শ্রমিক নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুই মাসের মাথায় এই সিদ্ধান্ত বড় অর্জন বলে মনে করেন রিয়াদে বাংলাদেশের
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে। ২০০৮ সালে বাংলাদেশের শ্রমিকদের ভিসা দেয়া বন্ধ করে দেয় সৌদি সরকার। ৭ বছর পর গেল জানুয়ারিতে শিথিল হয় নিষেধাজ্ঞা। বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে শুরু করে দেশটি। বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন সৌদি আরবে।
যারা প্রথমবার হজ ও ওমরাহ পালন করবেন, তাদের জন্য ভিসা ফি মওকুফ করেছে সৌদি সরকার। ২রা অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আরও পড়ুন