৬ লাখ ডলার জরিমানার খড়গে ফেসবুক
প্রকাশিত : ১৩:৩২, ১৪ জুলাই ২০১৮
স্যামসাংয়ের পর এবার আইনি জটে ফেসবুক৷ কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জেরে ৬ লাখ ৬২ হাজার ৫০১ ডলার জরিমানার নির্দেশ দিল ইউনাইটেড কিংডমের ডেটা প্রটেকশন কর্তৃপক্ষ৷ ব্রিটেনের তথ্য সুরক্ষা আইনের অধীনে এখনও পর্যন্ত এটিই সবথেকে বেশি টাকার জরিমানা বলে মনে করা হচ্ছে৷
ফেসবুক ইউজারদের গোপন তথ্যকে সুরক্ষিত রাখতে অক্ষম৷ এমনটাই উঠে এসেছে ইনফরমেশন কমিশনার’স্ অফিসের তদন্তে৷ কিন্তু, কীভাবে তথ্য চুরি হয়েছে, এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ৷ গত ফেব্রুয়ারি থেকে তদন্তের উপর যৌথভাবে নজর রাখছে কেমব্রিজ অ্যানালিটিকা এবং ফেসবুক৷ তদন্তে জানা গিয়েছে, সারা বিশ্বের প্রায় ৮৭ মিলিয়ন ইউজারের তথ্যকে ফাঁস করেছে সংস্থা(ফেসবুক)৷
সাম্প্রতিক রিপোর্টে তথ্য অনুসারে, Aggregate IQ সংস্থাটি ইউকের বাসিন্দাদের তথ্য নিয়ে কাজ করা বন্ধের ব্যবস্থা নিতে চলেছে৷ আগে Aggregate IQ কাজ করেছিল Vote Leave এর অভিযানে৷ ২০১৫ সালের ডিসেম্বরে ফেসবুকের তথ্য মুছে ফেলার অনুরোধের পর তথ্য নিশ্চিহ্নকরণের উপর জোর দেয় কেমব্রিজ অ্যানালিটিকা৷
আরকে//
আরও পড়ুন