ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। আর চলতি মাস থেকেই শুরু হচ্ছে ‘দরদ’ এর প্রচার-প্রচারণা, এমনটাই জানিয়েছেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইতিমধ্যেই সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজরও কেড়েছে। আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ হবে ‘দরদ’ এর নতুন আরও একটি টিজার।

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আজ থেকে “দরদ” সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্যদিয়ে। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।’

‘দরদ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলা ভাষার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি