ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

৭ আগস্ট জোছনা হারাবে চাঁদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ৮ আগস্ট ২০১৭

জানেন কি, আগামী ৭ ও ৮ আগষ্ট কোথায় থাকবে সূর্য, পৃথিবী ও চাঁদ। ওইদিন কী দেখতে পাবেন আকাশে? ওই দুইদিনের সংযোগকারী রাতে পৃথিবী, সূর্য ও চাঁদ থাকবে একই রেখায়, পৃথিবীর ছায়ায় জোছনা হারাবে চাঁদ।

দীর্ঘ সময়ব্যাপী এই চন্দ্রগ্রহণ শুধু ভারতে নয়, দেখা যাবে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাতের আকাশে দেখা গেলেও, পরের দিন সকাল পর্যন্ত থাকবে এই গ্রহণ।

৭ আগস্ট রাত ৯.২০ থেকে ২.২০ পর্যন্ত চন্দ্রগ্রহণের প্রাথমিক পর্যায় দেখা যাবে। অর্থাৎ যে সময় পৃথিবীর ছায়া পড়তে থাকে চাঁদের উপর, সেই পর্যায় চলবে। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে পিনামব্রাল এক্লিপ্স। তবে সচরাচর  এই পর্যায় নজরে আসে না। এরপর শুরু হবে আংশিক গ্রহণ।

বিজ্ঞানীরা বলছেন, রাত ১০.৫২ থেকে আংশিক গ্রহণ শুরু হবে। চলবে ঘন্টা দুয়েক। এই পিনামব্রাল এক্লিপ্স তখনই ঘটে, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একটাই সোজা রেখায় অবস্থান করে। এর ফলে সূর্যের আলো পৃথিবী ঢেকে দেয় ও চাঁদ পর্যন্ত সেই আলো পৌঁছায় না। ফলে অন্ধকারে ঢেকে যায় চাঁদ। হয় গ্রহণ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন এবার প্রতিটি জায়গা থেকেই একই সময়ে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। অর্থাৎ যে যে জায়গা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে, তা একই সময়ে দেখা যাবে।

তবে আগষ্টের ২১ তারিখ যে সূর্যগ্রহণ হতে চলেছে, তা এশিয়া ও আফ্রিকার অনেক অঞ্চল থেকে দেখা যাবে না।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি