৭ উইকেট হলেই সর্বোচ্চ উইকেট শিকারি হবেন জিমি
প্রকাশিত : ১৭:৪১, ২৭ আগস্ট ২০১৮
ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন আর মাত্র ৭ উইকেট হলেই টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যাবেন। জিমি এরই মধ্যে ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশকে ছাড়িয়েছেন, সামনে এখন শুধুই অস্ট্রেলিয়ান কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রা। যাকে ৭ উইকেট পেলেই টপকানো সম্ভব।
১৯৯৩ সাথে ২০০৭ সাল পর্যন্ত ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২৪ ম্যাচ খেলে ৫৬৩ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। যা এখনো হয়ে আছে টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ম্যাকগ্রাওর অবসরের ১১ বছর পর এই রেকর্ডের নিঃশ্বাস ছোঁয়া দুরত্বে অবস্থান করছেন ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন।
এখনো পর্যন্ত ১৪১ ম্যাচ খেলে ইনিংসে ২৬ বার পাঁচ উইকেটসহ মোট ৫৫৭টি উইকেট নিয়েছেন জিমি। ভারতের বিপক্ষে চলতি সিরিজেই খেলবেন আরো দুইটি ম্যাচ। নিজের প্রিয় কন্ডিশন ও ডিউক বল হাতে দুই ম্যাচে ৭ উইকেট নেওয়া জিমির জন্য কঠিন কিছু নয়।
এই সিরিজেই যে নিজের রেকর্ড হাতছাড়া হয়ে যাবে জিমির কাছে তা বুঝতে পারছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ম্যাকগ্রাও। তবে জিমি যদি তাকে ছাড়িয়ে যায় তবে তিনি বরং খুশিই হবেন বলে জানান।
প্রসিদ্ধ এক ইংলিশ সংবাদমাধ্যমে নিজের কলামে ম্যাকগ্রা লিখেন, যেকোন রেকর্ডই দারুণ অনুভূতি দেয়। আমি এতোদিন খুবই গর্ববোধ করতাম যে টেস্ট ক্রিকেটে যেকোন ফাস্ট বোলারের চেয়ে বেশি উইকেট আমার। তবে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে আমি ঠিক আগের মতোই গর্ববোধ করবো যদি জিমি আমাকে ছাড়িয়ে যায়। কারণ আমরা সবাই ফাস্ট বোলার, সেটা যে দেশেরই হই না কেন।
আরকে//