৭ খুন মামলার আইনজীবীর মেয়ের মুখে বিষ দেওয়ার চেষ্টা
প্রকাশিত : ২১:৪৩, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০৪, ২৩ আগস্ট ২০১৭
নারায়ণগঞ্জের সাত খুন মামলার বিচারিক আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকনের মেয়ে হামলার শিকার হয়েছে। এ মামলার আপিলের রায় প্রকাশের একদিন বাদেই এ ঘটনা ঘটল।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের একটি কোচিং সেন্টার থেকে ফেরার পথে খোকনের মেয়ে মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে জোরপূর্বক বিষ মেশানো মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেন অপরিচিত তিন ব্যক্তি। পরে তারা মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।
এ ঘটনায় প্রাপ্তির বাবা আইনজীবী ওয়াজেদ আলী খোকন বলেন, ‘‘বাসা থেকে কাছেই তৌহিদ টিউটোরিয়াল কোচিং সেন্টারে কোচিং ক্লাস করতে যায় মাইশা। কোচিং শেষে চারতলা ওই ভবনের নিচে নামার পর কয়েকজন ব্যক্তি তাকে বলে, ‘সাত খুনের মামলায় তোমার বাবা তো অনেক ভালো কাজ করেছেন। এ জন্য আমরা মিষ্টি খাওয়াতে এসেছি, এই নাও মিষ্টি খাও।’ তখন মাইশা তাদের বলে, ‘চাচা আমি বাইরে কিছু খাই না।’ এরপরই তিনজন ব্যক্তি জোর করে বিষজাতীয় কিছু একটা তার মুখে পুরে দেয়। এরপরই তারা দ্রুত পালিয়ে যায়। জোর করে খাওয়ানোর পরই মাইশা আমাকে ফোন করে এসব কথা বলে। এর কিছুক্ষণ পরই সে অসুস্থ হয় পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে রাত সোয়া ৮টার দিকে মাইশাকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাইশার পাকস্থলী ওয়াশ করে তাকে ভর্তি করান। সেখানে মাইশার মা সেলিনা ওয়াজেদও উপস্থিত রয়েছেন।
প্রাপ্তি নারায়ণগঞ্জ এডিসি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের ছাত্রী।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক বলেন, ভিকটিমের স্বজনদের কাছ থেকে জেনেছি মাইশাকে বিষ খাওয়ানো হয়েছে। সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সাত খুনের মামলায় নারায়ণগঞ্জের আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
আপিলের রায়ে মঙ্গলবার হাই কোর্ট নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।
ডব্লিউএন
আরও পড়ুন