ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আগামী ৭ দিনের মধ্যেই নিজের সমস্ত সম্পদের হিসাব দেবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুল মোমেন। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগপ্রাপ্তদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের আহ্বান জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, এ ব্যাপারে নিজের অবস্থান ও দলীয় আনুগত্যবিষয়ক তথ্য প্রকাশেরও দাবি জানায় সংগঠনটি।

এতে বলা হয়েছে, দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নতুন নিয়োগপ্রাপ্তদের নিজের ও নিকট পরিবারের নামে–বেনামে অর্জিত আয় ও সম্পদ থাকলে সেসবের তথ্য প্রকাশ করতে হবে। তাদের আয়ের বৈধ সূত্রের সঙ্গে অর্জিত আয় ও সম্পদের সামঞ্জস্যের তথ্য, নিরপেক্ষ নিরীক্ষক দ্বারা আয় ও সম্পদ বিবরণীর যথার্থতা, পর্যাপ্ততা ও সামঞ্জস্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

এ বিষয়ে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আগামী ৭ দিনের মধ্যে আমরা নিজেদের সব স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেব। এ সময় নবনিযুক্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজি সম্পদের হিসাব দেয়ার বিষয়ে সম্মত হন। নতুন নিয়োগ পাওয়া আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ যোগ না দেয়ায় উপস্থিত ছিলেন না। 

তিনি আরো জানান, যেখান থেকে নবজাগরণের সৃষ্টি, সেটা হচ্ছে বৈষম্য। বৈষম্য মানেই দুর্নীতি। আমরা যদি দুর্নীতিকে মোকাবিলা করতে পারি, কমিয়ে আনতে পারি তাহলে বৈষম্য দূর হবে। হয়তো দুর্নীতি একদম নির্মূল করা যাবে না। এসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, রাষ্ট্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কাজগুলো যারা করেছে,  তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, এ ব্যাপারে আমার আন্তরিকভাবে চেষ্টা করবো।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি