ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৭ দিন পর খাল থেকে শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খাল থেকে নিখোঁজের ৭ দিন পর শিশু হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা ২টার দিকে হৃদয়ের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, হৃদয়ের মরদেহ ঘটনাস্থলে খালের পাশেই রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মাণ্ডার খালের পানিতে পড়ে যায় হৃদয়। মুহূর্তে সে তলিয়ে যায় বলে জানায় তার বন্ধুরা। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে পানিতে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার (খিলগাঁও) আলী আজম ওই সময় জানিয়েছিলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি