ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

৭ নভেম্বর বাসদ-এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ৬ নভেম্বর ২০১৮

৭ নভেম্বর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী। এ উপলক্ষে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি সংগঠনের সকল শাখাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আহ্বান জানান।     

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের ৭ নভেম্বর বাংলাদেশের শোষিত মেহনতি মানুষের শোষণমুক্তির লক্ষ্যে বাসদ-এর আত্মপ্রকাশ ঘটেছিল। ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা ও গণআকাঙ্খাকে বাদ দিয়ে বুর্জোয়া শ্রেণির স্বার্থে ও তাদের দ্বারা দেশ শাসিত ও পরিচালিত হতে থাকায় আট বছরের মাথায় আমরা বাসদ গড়ে তুলি।

জন্মলগ্ন থেকে দীর্ঘ ৩৪ বছর ধরে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সামরিক স্বৈরশাসন ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রাম, জাতীয় সম্পদ রক্ষার সংগ্রাম, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামসহ শ্রমিক-কৃষক-ছাত্র-নারী সমাজের ন্যায়সংগত দাবি আদায়ের সংগ্রামে বাসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

লড়াই-সংগ্রামের এই পথ পরিক্রমায় দেশের অধিকাংশ জেলায় সংগঠনের বিকাশ ও বিস্তৃতি ঘটেছে সর্বস্তরের শোষিত-মেহনতি মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে। পরিণত হয়েছে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের এক বিশ্বস্ত-আস্থাভাজন সংগ্রামী প্রতিষ্ঠানে।

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশসহ দুনিয়ার শ্রমজীবী মানুষের কাছে আরো একটি কারণে অতীব গুরুত্বপূর্ণ। ১৯১৭ সালের এ দিনে রাশিয়ায় বলশেভিক পার্টি ও তার নেতা মহামতি লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল দুনিয়ার বুকে প্রথম শ্রমিক-কৃষকের সমাজতান্ত্রিক রাষ্ট্র। নভেম্বর বিপ্লব দুনিয়ায় এক নতুন সভ্যতা নির্মাণ করেছিল। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে মানুষ কর্তৃক মানুষের উপর শোষণ বন্ধে পদক্ষেপ নিয়েছিল।

বাসদ-এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং রাশিয়ার মহান সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে ৭ নভেম্বর ভোরে কেন্দ্রীয় ও সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সারাদেশে সভা-সমাবেশ-আলোচনা সভা-মিছিল ইত্যাদি নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। ঢাকায় আগামী ৯ নভেম্বর ২০১৮ বিকেল সাড়ে তিনটায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সমানে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি