ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ বছরেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। কমিটি আসে কমিটি যায় কিন্তু পূর্ণাঙ্গ না হওয়ায় দিনশেষে পরিচয়হীন থেকে যায় কর্মীরা। তাই এসব নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরণের মিশ্র প্রতিক্রিয়া।  

গত ৭ বছরে ইবি ছাত্রলীগের ৩টি কমিটির অনুমোদন হয়েছে কেন্দ্রীয়ভাবে। তবে ৩ কমিটির একটিও দেখেনি পূর্ণাঙ্গের মুখ। ফলে বছরের পর বছর ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকেও পদ না পেয়ে হতাশা নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন দলের অনেক নেতা-কর্মী।
 
ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে যায়, সর্বশেষ ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছিল ইবি ছাত্রলীগ। এরপর ২০১৭ সালের ১৫ এপ্রিল সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে দায়িত্ব পালনের ২ বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি তারা।

পরবর্তীতে ইবি ছাত্রলীগের নেতৃত্বে আসেন সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। ২০১৯ সালের ১৪ জুলাই ২ সদস্যের এই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে দায়িত্বের ৩ মাসের মাথায় সাধারণ সম্পাদকের পদ বাণিজ্যের অডিও ফাঁস হলে বিতর্ক সৃষ্টি হয় কমিটি নিয়ে। তৎকালীন পদ বঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা সেই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। ফলে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দিলেও বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারায় পূর্ণাঙ্গ কথাটি রূপকথার গল্পের মতোই থেকে যায়।

গত ২০২২ সালের ৩১ জুলাই ২৪ সদস্য বিশিষ্ট কেন্দ্র ঘোষিত ইবি ছাত্রলীগের বর্তমান কমিটির দায়িত্বে আসেন সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। পূর্ববর্তীদের মতো তারা পূর্ণাঙ্গ কমিটি আশ্বাস দিলেও মেয়াদ শেষের চার মাস পরেও এখন অবধি তা বাস্তবায়ন হয়নি। 

গত ২ মে ২০২৩ তারিখে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে কর্মীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হলেও আর তা আলোর মুখ দেখেনি।

এ বিষয়ে ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত বলেন, ইতোমধ্যে আমরা কমিটি পূর্ণাঙ্গের জন্য কেন্দ্রে তালিকা পাঠিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন দ্রুতই ইবি ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি দেয়া হবে।

শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা কমিটি পূর্নাঙ্গের জন্য সিভি জমা নিয়ে ৩ মাস আগে কেন্দ্রে তালিকা জমা দিয়েছি। কেন্দ্রে অনুরোধ করেছি যেন তাড়াতাড়ি কমিটি অনুমোদন দেয়। তবে আমরা হল কমিটি দেওয়ার একটা মৌখিক আশ্বাস পেয়েছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি