চাপাইনবাবগঞ্জে র্যাবের অভিযান
৭ বিদেশি পিস্তলসহ ভারতীয় আটক
প্রকাশিত : ১৪:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সাহসী অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ৪৭ রাউন্ড গুলি, ১৪টি ম্যাগজিনসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। গতকাল বুধবার বিকালে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর (কাপিড়াটোলা) এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্রসহ ওই ভারতীয়কে আটক করা হয়।
র্যাব- ৫ জানায়, কয়েকদিন আগে ভারত থেকে একটি বড় অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করার তথ্য গোয়েন্দা সূত্রে জানতে পারে র্যাব। এমন তথ্য পাওয়ার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল সন্দেহভাজনদের গতিবিধির উপর গোয়েন্দা নজরদারী জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কাপিড়াটোলা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক ও অস্ত্র ব্যবসায়ী মিলন সিংহকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ড সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক মিলন সিংহ ভারতের মালদা জেলার বৈষনবনগর থানার সুখদেরপুর গ্রামের রতন সিংহের ছেলে। মিলন দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাঁচার করে আসছিল।
র্যাবের জিজ্ঞাসাবাদে মিলন অবৈধ অস্ত্র ব্যবসা ও চোরাচালানের কথা স্বীকার করেছে। সে জানায়, বাংলাদেশের অস্ত্র ব্যবসায়ী চক্রের সঙ্গে তার দীর্ঘদিন ধরে যোগসাজস রয়েছে। সেই সুবাদে সে অস্ত্র ব্যবসায় করে আসছিল।
/ এআর /
আরও পড়ুন