ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭ মিনিট নয়, বিজেপি নেতা বাংলাদেশ পরিস্কার করতে চান ১৫মিনিটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:০১, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা যেন কমছেই না।  বরং দিন দিন তা বাড়ছেই। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজিপি নেতা শুভেন্দুসহ অনেকেই বাংলাদেশকে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। এবার বাংলাদেশকে রীতিমত হুমকি দিলেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং।

এই বিজিপি নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেছেন, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে কথিত নির্যাতন চলছে, তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এ সময় তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। 

টি রাজা সিং এসময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, ‘এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়। এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।’ 

রোববার ৪৮ মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের তাদের উদ্দেশ্যে যোগ দিতে বলেন এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের আগের রাতে ৭ মিনিটে ঢাকা পরিষ্কার হবে এমন গুজব চাউর হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ৭ মিনিটে ঢাকা ক্লিয়ার কারর হুমকি দেন ছাত্রলীগের নেত্রী আতিকা বিনতে হোসাইন। এই হুমকির মাধ্যমে শিক্ষার্থীদের মধ‍্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা করেন আতিকা। যা সেসময় ব্যাপক ভাইরাল হয়।   তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা মেলেনি। 

এবার ৭ মিনিটে ঢাকার পরিষ্কারের মতো আওয়ামী ছাত্রলীগের সেই পথে হাঁটছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি