৮০ প্লাস্টিক ব্যাগ গিলে তিমির মৃত্যু
প্রকাশিত : ১৫:০৮, ৪ জুন ২০১৮
৮০টি প্লাস্টিক ব্যাগ গিলে মৃত্যু হয়েছে বিরল প্রজাতির এক তিমির। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ঘটনা এটি।
থাইল্যান্ডের সাংখালী প্রদেশের এক খালে তিমিটিকে প্রাথমিক অবস্থায় সংরক্ষণ করা হয়। পরে বমি করিয়ে পাঁচটি ব্যাগ বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো তিমির পেটেই থেকে যায়।
তবে সমুদ্র বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ব্যাগগুলোর ওজন প্রায় ৮ কেজির মতো। কিন্তু তিমির পক্ষে এটা খাবার ভেবে খাওয়া অসম্ভব ছিল। পরিসংখ্যান বলছে, থাইল্যান্ডের অধিকাংশ মানুষই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন। গত কয়েক মাসে সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহারের হার কমানোর ঘোষণা দেয়।
পাইলট হোয়েল প্রজাতির তিমিটিকে গত সোমবার থাইল্যান্ডের ‘না থাপ খালে’ পাওয়া যায়। তিমিটি তখন সাঁতার কাটতে পারছিল না। বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখেন সে একই সঙ্গে ৮০টির মতো ব্যাগ খেয়েছে।
সামুদ্রিক জীববিজ্ঞানী থান থমরননাভাসাওয়াত বলেন, আমরা তিমিটিকে ভালো খাবার খাইয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তার পেটে ৮০টির মতো প্লাস্টিক ব্যাগ থাকায় বাঁচানো যায়নি।
/ এআর /