ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮৪ বছরের প্রেমিকাকে নিয়ে পালালেন ৮০ বছরের প্রেমিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ২৬ মার্চ ২০২২ | আপডেট: ২০:৩৯, ২৬ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

৮০ বছর বয়সের রালফ গিবস ও ৮৪ বছরের ক্যারল লিসলে। অস্ট্রেলিয়ার একটি নার্সিং হোমে চিকিৎসা চলছিল এ দুই প্রবীণের। পাশাপাশি বেডে ছিলেন তারা। আর সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

হঠাৎ ডাক্তার ও নার্সদের চোখ ফাঁকি দিয়ে ক্যারল লিসলেকে নিয়ে পালান রালফ গিবস। নার্সিং হোম কর্তৃপক্ষ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়; ততক্ষণে রালফ গাড়ি চালিয়ে পৌঁছে যান প্রায় কুইন্সল্যান্ডে।

জায়গাটা নার্সিং হোম থেকে ৪৮০০ কিলোমিটার দূরে। যদিও পুলিশ এই যুগলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায়, গিবস তার প্রেমিকাকে ১৫ বছর আগের কেয়ার্নসে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যা কুইন্সল্যান্ডে, ৫ হাজার কি.মি. দূরে।

এ ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ গিবসকে ৭ মাসের কারাদণ্ড হয়। যদিও অসুস্থতা ও বয়সের কারণে এখনই তা কার্যকর হয়নি বলে জানা গেছে। একই সঙ্গে লিসলে এখন যেখানে থাকবে, সেখানে তাকে দেখা থেকে বিরত থাকতে আদেশ দেয়া হয়।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি