ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সার হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৮ জানুয়ারি ২০২৪

কোপা দেল রের পর লা লিগায়ও হার দেখলো বার্সেলোনা। ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে কাতালানদের ৫-৩ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়াল।

পুরো ম্যাচে বল দখল বা গোলমুখি শট, সব বিভাগেই আধিপত্য দেখালেও ম্যাচটি জিততে পারেনি বার্সোলানা। 

বার্সার হয়ে এদিন একটি করে গোল করেছেন ইলকাই গুনদোয়ান ও পেদ্রি। আরেকটি গোল তারা পায় ভিয়ারিয়ালের আত্মঘাতি অবদানে। অপরদিকে, বার্সার জালে গোল দিয়েছেন জেরার্ড মোরেনো, ইলিয়াস আখোমাচ, গঞ্জালো গিদেস, আলেক্সান্ডার সরলথ ও হোসে মোরালেস।

৭০ শতাংশ বল বার্সার পায়ে থাকলেও বিরতির ৪ মিনিট আগে ও ৯ মিনিট পরে দলটিকে স্তব্ধ করে ২-০ তে এগিয়ে যায় ভিয়ারিয়াল। 

তবে ৬০ থেকে ৭১ এই ১১ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাভির দল। 

৮৪ মিনিটে সমতা ফেরানোর পর যোগকরা সময়ে সব নাটকিয়তার অবসান করে ভিয়ারিয়াল। আরও দুইবার বল জালে জড়িয়ে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

যদিও এর আগে গুনদোয়ানের শট প্রতিপক্ষ ফুটবলারের হাতে লাগার পর পেনাল্টি পেয়েছিল বার্সা। পরে সেই সিদ্ধান্ত ভিএআরে বদলে যায়।

২০২০ সালের পর এই প্রথম কাতালানদের এক ম্যাচে পাঁচ গোল হজম।

এই হারে পয়েন্ট ব্যবধানে আরও পিছিয়ে গেল বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নরা ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে চলতি মৌসুমের বড় চমক জিরোনা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি