ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৯০৫ কর্মী দরকার শক্তি ফাউন্ডেশনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৩০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩২, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বেসরকারি প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন ৮ পদে ৯০৫ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে ২ নভেম্বর পর্যন্ত।

 রিজিওনাল হেড, এরিয়া সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট, অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী), ক্রেডিট অফিসার গ্রেড-১ ও গ্রেড-২ (মাঠকর্মী) এবং হেলথ প্রোগ্রামের জন্য চুক্তিভিত্তিক প্যারামেডিক নেবে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন।

পদ যোগ্যতা

রিজিওনাল হেড পদে ৫ জন, এরিয়া সুপারভাইজার ৫০ ও শাখা ব্যবস্থাপক নেওয়া হবে ১০০ জন। পদ তিনটিতেই আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর। ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট নেওয়া হবে ৫০ জন, বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর হলেই করা যাবে আবেদন। অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) নেওয়া হবে ১৫০ জন।

স্নাতক অথবা কৃষিতে ডিপ্লোমা থাকলেই করা যাবে আবেদন। ক্রেডিট অফিসার গ্রেড-১ পদে নিয়োগ পাবে ৪০০ জন। আবেদনের যোগ্যতা স্নাতক। ক্রেডিট অফিসার গ্রেড-২ পদে নেওয়া হবে ১০০ জন। যোগ্যতা এইচএসসি।

চুক্তিভিত্তিক প্যারামেডিক নেওয়া হবে ৫০ জন। দুই থেকে চার বছরের প্যারামেডিক কোর্স করা থাকতে হবে। সব পদে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, থাকতে হবে নির্দিষ্ট অভিজ্ঞতা।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর ৪, রোড নম্বর ২৭, ব্লক-জে, বনানী, ঢাকা-১২১৩ বরাবর। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুইজন রেফারেন্সকারীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে।

বাছাই পরীক্ষা

শক্তি ফাউন্ডেশনের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, সব পদেই নেওয়া হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এরিয়া সুপারভাইজার পদে ১০ হাজার টাকা, শাখা ব্যবস্থাপক পদে আট হাজার টাকা, অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার ও ক্রেডিট অফিসার গ্রেড-১ পদে পাঁচ হাজার টাকা ও ক্রেডিট অফিসার গ্রেড-২-এর জন্য লাগবে পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত।

মৌখিক পরীক্ষার প্রস্তুতি

অভিজ্ঞতা চাওয়া পদগুলোতে দেখা হয় কাজের দক্ষতা ও অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া পদগুলোতে দেখা হয় শিক্ষাগত যোগ্যতা, কাজ করার মানসিকতা, ধৈর্য ইত্যাদি বিষয়। জানতে চাওয়া হয়, কেন ঋণ কার্যক্রমে কাজ করতে চান, ভবিষ্যত্ পরিকল্পনার বিষয়েও। নিজের সম্পর্কে কিছু বলতে বলার পাশাপাশি প্রশ্ন করা হতে পারে সাধারণ জ্ঞান এবং ঋণ কার্যক্রমের নানা বিষয়ে।

বেতন-ভাতা

রিজিওনাল হেড পদে এক বছর শিক্ষানবিশকালে ৪০ হাজার টাকা এবং নিয়মিতকরণে পাঁচ হাজার টাকা ভাতাসহ বেতন পড়বে ৫০ হাজার টাকা। এরিয়া সুপারভাইজার এক বছর শিক্ষানবিশকালে বেতন ২৮ হাজার এবং স্থায়ীকরণে পাবে ৩০ হাজার ৫৪০ টাকা।

শাখা ব্যবস্থাপক এক বছর শিক্ষানবিশকালে ১৮ হাজার টাকা ও স্থায়ীকরণে ২০ হাজার ২৮৪ টাকা, ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট পদে শিক্ষানবিশকালে ১৩ হাজার টাকা এবং স্থায়ীকরণে বেতন ১৪ হাজার ৩৮০ টাকা।

অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার ও ক্রেডিট অফিসার গ্রেড-১ শিক্ষানবিশকাল ছয় মাস। বেতন ১২ হাজার টাকা এবং স্থায়ীকরণে ১৩ হাজার ৪০ টাকা।

 ক্রেডিট অফিসার গ্রেড-২ ছয় মাস শিক্ষানবিশকালে বেতন ১০ হাজার টাকা এবং স্থায়ীকরণে বেতন পাবে ১১ হাজার ৭৫ টাকা।

এ তিন পদে মাঠপর্যায়ে কাজের জন্য দেওয়া হবে বাড়তি দেড় হাজার টাকা।
প্যারামেডিক পদে মাসিক বেতন  ১০ হাজার টাকা। স্থায়ীকরণের পর পাওয়া যাবে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট, আবাসনসহ অন্যান্য সুবিধা।

 কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি