ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৯ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:০২, ১২ ডিসেম্বর ২০১৮

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সেপ্টেম্বরের মধ্যেই উৎপাদন সক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার। এছাড়া, বাসাবাড়ীসহ শিল্প কারখানায় গ্যাস সংকট থাকলেও এলএনজি সরবরাহ শুরু হলে, দেড় থেকে দুই মাসের মধ্যে সংকট কেটে যাবে আশা করছে জ্বালানি বিভাগ।

বিদ্যুৎ বিভাগের হিসাবে ২০০৯ সালের শুরুতে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৯শ’ ৪২ মেগাওয়াট থাকলেও, এখন তা দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার মেগাওয়াটে। এর মধ্যে সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১১ হাজার ৩শ’ ৮৭ মেগাওয়াট বিদ্যুৎ। সরকারিভাবে ৫৪ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করা হলেও, ৪২ শতাংশ আসছে বেসরকারি খাত থেকে। আমদানি করা হয় আরও ৪ শতাংশ। 

আর সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াটের সক্ষমতায় উন্নীত করতে চায় সরকার।

এছাড়া, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নসহ এ’ খাতে বড় ধরনের বিনিয়োগে সরকার কাজ করছে।

এদিকে, পেট্রো বাংলার হিসাবে দেশে বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট। অথচ ২০০৯ এর শুরুতে এই উৎপাদন ছিলো ১ হাজার ৭শ’ ৪৪ মিলিয়ন ঘনফুট। এছাড়া, শিগগিরই লিকুফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সরবরাহ শুরু হলে গ্যাস সংকট কেটে যাবে বলে দাবি করছে, জ্বালানী বিভাগ।

দেশে এখন সব মিলিয়ে ৪১ হাজার গ্রাহক গ্যাস সুবিধা ভোগ করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি