ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৯৯৯ নম্বরে ফোন, ধানমন্ডি থেকে নির্যাতনের শিকার গৃহকর্মী উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

“আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।”

এমন তথ্য জানিয়ে ঢাকার ধানমন্ডির রোড নম্বর ১১, বাসা নম্বর ৪০/বি থেকে ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যায় সুমি নামে একজন গৃহকর্মী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।  

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। কনস্টেবল মঞ্জুর তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
 
সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমি নামে বিশ বছর বয়সী গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেয়। এ বিষয়ে উদ্ধারকৃত গৃহকর্মী এবং তার বাবা-মা পরবর্তী আইনী পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগে দিতে অনিচ্ছা প্রকাশ করেন।   

ধানমন্ডি থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এএসআই শামসুজ্জামান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি