ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

৯ উইকেটে ২৭৮ সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৩ এপ্রিল ২০১৭

জ্যামাইকা টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ২৭৮ সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃষ্টি ও ভেজা মাঠের কারণে পুরোদিনে খেলা হয়েছে মাত্র ১১ দশমিক ৩ ওভার। প্রথম দিনে টিকে থাকা জেসন হোল্ডার আর গ্র্যাব্রিয়েলের দশম উইকেট জুটি এখনও বড় স্কোরের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দো সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান। জেসন হোল্ডার ৫৫ ও গ্যাব্রিয়েল অপরাজিত আছেন ৪ রানে। পাকিস্তানের হয়ে দ্বিতীয় দিনের দুটি উইকেটই পেয়েছেন মোহাম্মদ আমির। প্রথম দিনে তিনটি নিয়ে মোট পাঁচটি উইকেন নিয়েছেন এই বাহাতি পেসার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি