ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৯ বছর পর বলিউডে ফিরছেন আদনান সামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ ৯ বছর পর বলিউডে ফিরছেন একসময়ের জনপ্রিয় গায়ক আদনান সামি। এবার একসঙ্গে দুটো ছবিতে প্লেব্যাক করছেন তিনি। ছবিগুলো হলো ‘কাসুর’ এবং ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা’, যেখানে তার কণ্ঠ শোনা যাবে নতুন গানগুলোতে।

এতদিন বিরতির পর ফেরা নিয়ে আদনান সামি বলেন, "এটা পূর্বপরিকল্পিত বা হিসাব করে করা কিছু নয়, কিন্তু হয়ে গেল। আমার কিছু সময় দরকার ছিল নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য, নতুন গানের জন্য প্রস্তুত হওয়ার জন্য। নতুন গানগুলো সঠিকভাবে গ্রহণ করতে চাইছিলাম। তবে এতটা সময় লাগবে, তা ভাবিনি। সময় দ্রুত চলে যায়। আজও মনে হয় 'বজরঙ্গী ভাইজান'-এর 'ভর দো ঝোলি' গানটা যেন সেদিনই গেয়েছি। নতুন গানগুলো নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।"

তিনি আরও বলেন, "আমি এখন পুরোপুরি কাজে ফিরে এসেছি। বিশ্বজুড়ে বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছি এবং রেকর্ডিংয়ে ফিরে এসেছি। পাশাপাশি স্বাধীনভাবে কিছু গান তৈরি করছি, যা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।"

৩৫ বছরের সংগীতজীবনে নানা ধরনের গান গেয়েছেন আদনান সামি। তিনি বলেন, খুব বেশি গান না করার কারণ হলো, সংগীত তার জন্য শুধুই ব্যবসা নয়, এটি তার আবেগের বিষয়।

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি