ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

৯ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

নয় ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০৪৬ জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক লিমিটেডে ৩১৫ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৩৬৯ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৪৭০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৮৯ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ৪৭ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশে ৫ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৭ জন অফিসার নিয়োগ দেয়া হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে অফিসার পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

১ জুলাই ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

যোগ্য প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করা যাবে আগামী ৮ মার্চ রাত ১১.৫৯ টা পর্যন্ত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি