ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

৯ শতাধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২৬ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ৯ শতাধিকের বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছেমঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে দুই দিন ব্যাপী বারি প্রযুক্তি হস্তান্তর কর্মশালায় তথ্য জানানো হয়

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার।

কর্মশালায় জানানো হয়, বারি এ পর্যন্ত ২০৮টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ) রোগ প্রতিরোধে সক্ষম ও বিভিন্ন প্রতিকুল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্য প্রযুক্তিসহ ৯০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

কর্মশালা বলা হয়, বারি সাম্প্রতিক সময়ে যে সকল প্রযুক্তি উদ্ভাবন করেছে এগুলো দ্রুত কৃষক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অফিসার, এনজিও কর্মী, বেসরকারি সিড কোম্পানি ও কৃষকদের প্রশিক্ষিত করে তোলাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, এনজিও ও কৃষি সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং কৃষক প্রতিনিধিসহ প্রায় ২০০ জন এতে অংশগ্রহণ করেন।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি