‘গ্রেফতার অভিযান আরও জোরদার করা প্রয়োজন’
প্রকাশিত : ১৭:৫১, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৫২, ২৫ অক্টোবর ২০১৮
সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠি ও অগ্নিসংযোগ কারীদের বিরুদ্ধে পুলিশের গ্রেফতার অভিযান আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত `ঐক্য ফ্রন্টের নামে দেশ রিরোধী ষড়যন্ত্র রুখে দাড়াও` শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
`সিলেটে জনসভা শেষে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং সারাদেশে গ্রেফতার করা হচ্ছে` বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সংবাদ সম্মলনে দেওয়া এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গ্রেফতার আরও হওয়া উচিৎ ছিল। কারণ যে সমস্ত সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠি ও অগ্নি সংযোগকারী বিএনপির ছত্রছায়ায় ২০১৩, ১৪, ১৫ সালে বাংলাদেশে অগ্নি সন্ত্রাস চালিয়েছিল তারা এখন আবার ঐক্যফ্রন্টের ব্যানারে মাঠে নেমেছে। তাই তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। সুতরাং এরা সবাই অাসামি। আসামিদের গ্রেফতার করলে উনারা (বিএনপি) সংবাদ সম্মেলন করেন। সরকারকে অনুরোধ জানাবো সন্ত্রাসী, জঙ্গীগোষ্ঠি ও অগ্নি সংযোগকারীদের বিরুদ্ধে এই গ্রেফতার অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
`ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে` বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনে দেওয়া এমন বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে কি রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে? একজন নারী বিদ্বেষী মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় এবং তার পক্ষে যখন বিএনপি সংবাদ সম্মেলন করে তখন এটিই বলতে হয় বিএনপিও আজকে নারী বিদ্বেষীদের সঙ্গে সুর মিলিয়েছে এবং নারী বিদ্বেষীদের পাশে দাড়িয়েছে। প্রকৃতপক্ষে রিজভী অাহমেদ ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে সাফাই গেয়ে একজন নারী বিদ্বেষীর পাশে দাড়িয়েছে এবং নারীদের বিপক্ষে দাড়িয়েছে।
এ সময় তিনি হাস্যরস করে বলেন, অাগস্ট সেপ্টেম্বর মাসজুড়ে উনারা অনেক হাকডাক দিয়ে অক্টোবর মাসে একটি বড় অশ্বডিম্ব পাড়লেন। নাম দিলেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং এই ডিম্বটা ফুটে নাই বরং ফেটে গেছে।
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডবোকেট শামসুল ইসলাম টুকু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক অাকতার হোসেন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
অা অা// এসএইচ/
আরও পড়ুন