ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি একটি প্রতিবন্ধী দল: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২১ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি একটি প্রতিবন্ধী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হাওর অঞ্চল নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, মিথ্যাচার করাই বিএনপির কাজ। আওয়ামী লীগের পক্ষ থেকে হাওর অঞ্চল পরিদর্শন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি দলীয়ভাবেও হাওরবাসীকে সহায়তা দেয়া হচ্ছে। এমনকি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদও তিনদিন হাওর অঞ্চলে থেকে মানুষকে সহায়তা করেছেন বলে উল্লেখ করেন হানিফ। আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা, সেটা তাদের ব্যাপার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি