ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে অতিরিক্ত মদ্যপানে ৩ নারীর মৃত্যু

প্রকাশিত : ১৭:১৫, ৯ ফেব্রুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জের গজারিয়ার অতিরিক্ত মদ্যপানে তিন নারীর মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন ওই তিন নারী। এছাড়া অপর আরেক ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিসাধীন আছেন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় চামেলী, চায়না ও জোসনা নামে তিন নারীর মৃত্যু হয়।

নিহত চামেলী ও চায়না আপন বোন। অপর নিহত জোসনা তাদের ফুফু। তারা বাল্মিকি সম্প্রদায়ের। গজারিয়া থানার ওসি মো. হারুন-অর-রশিদ দুই বোনসহ তিন নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডের ভেতর বসবাস করতেন। শুক্রবার চামেলীর বোন চায়না ও ফুফু জোসনা বেড়াতে আসেন। রাতে সবাই মিলে মদপান করে। রাত ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। শনিবার সকাল ১০টার দিকে দুই বোন চামেলী ও চায়না মারা যান। দুই ঘণ্টা পর দুপুর ১২ টার দিকে মারা যান তাদের ফুফু জোসনা। নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থা আশঙ্কাজনক।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি