ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

‘ সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্বের বাছাই শুরু

প্রকাশিত : ২০:২৩, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২৩, ১৯ অক্টোবর ২০১৬

দেশব্যাপী সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘ সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’ এর দ্বিতীয় পর্বের বাছাই শুরু হয়েছে। রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ পর্বে দেশের ৬৪ জেলার প্রাথমিক বাছাই নারী ও পুরুষ মিলিয়ে ১২৭৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় পর্বের জন্য ১৬০ জনকে মনোনীত করা হবে।  চূড়ান্তভাবে বয়সভিত্তিক ৪টি ইভেন্টে সেরা ৪ জন পুরুষ ও ৪ জন নারী সাঁতারুকে ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যেগে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগীতা। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি