ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে পাকিস্তানি উপনিবেশিক শাসকের বিরুদ্ধে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষার দাবিতে শাসকের বুলেটের সামনে দাঁড়িয়েছিল বাংলার সূর্য সন্তানরা। পাকিস্থানি সামরিক জান্তার গুলিতে সেদিন ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। শহীদ হন সালাম, জব্বার, রফিক, বরকত সহ নাম না জানা অনেকেই...। সেই সূর্যের সন্তানদের হারানোর দিন আজ। 

আজ বুধবার একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ যায়ান চৌধুরী মাঠ ব্যবস্থাপনা পরিষদ এর আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশন বনানী সেন্টারের সহযোগিতায় বৈচিত্র্যময়, বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

পতাকা উত্তোলন ও কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলা ভাষার ইতিহাসের উপর একটি বিশেষ সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন বৃটেনের বিশ্ব বিখ্যাত সংগঠন রয়াল হিস্টরিক্যাল সোসাইটির এসোসিয়েট ফেলো বাংলাদেশের ইতিহাস গবেষক ও সাংবাদিক, কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের আহবায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামান।

আলোচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে ছিল একটি কুইজ প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাংকন কর্মশালা, সেই সাথে দেশাত্মবোধক গানের মনোরম সংগীতানুষ্ঠান। বাংলা ভাষার উপর বিশেষ কুইজ প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বনানী সেন্টারের কো-মোমেন্টিয়ার শাহীদুল আলম ও আর্ডেন্টিয়ার প্রফেসর নিলুফার আক্তার। চিত্রাংকন কর্মশালার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিত্রশিল্পী ও কোয়ান্টাম ফাউন্ডেশন এর সদস্য আফরোজা জামিল কংকা।

কোয়ান্টাম পরিবার, বনানী সোসাইটি, শহীদ যায়ান চৌধুরী মাঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিশু কিশোর ও তাদের অভিভাবক সহ অনুষ্ঠানে শতাধিক উপস্থিতি ছিল। শহীদ যায়ান চৌধুরী মাঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বনানী সোসাইটির পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন আরিফুল হক আদিল, ফায়জুল আবেদীন, ডাঃ সীমা, ডাঃ শাহেদ, আকলিমা রহমান, মনির মল্লিক ও ইসমত আরা খালিদ। প্রত্যেক প্রতিযোগির জন্য পুরস্কার এবং উপস্থিত প্রত্যেকের জন্যই স্নাক্সের আয়োজন ছিল। ব্যক্তিবর্গের উপস্থিতি শিশু কিশোর ও আয়োজকদের অনুপ্রাণিত করে। 

শিশু-কিশোরদের সমারোহে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের ছিল এক অসাধারণ মিলনমেলা।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি