ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

ওমানে নোয়াখালীর ৩ প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪২, ৩ ডিসেম্বর ২০২০

ওমানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। স্থানীয় সময় মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে আলওয়াফিতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামের দরবেশ বাজারের আপন দুই ভাই মোস্তফা (৫০) ও নাসির (৪০) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের আলমগীর।
 
ওমান প্রবাসী নিহতের বড় ভাই মো.ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে ওমানে পাড়ি জমান তারা। ওমানের আলওয়াফাতে একটি কোম্পানীতে ইলেকট্রিকের কাজ করতেন মোস্তফা, নাসির ও আলমগীর। এই বছরের মার্চের প্রথম সপ্তাহে বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যান তারা।  
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি