ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দেশে ফিরতে হবে না ৫৭ বাংলাদেশিকে, আমিরাতেই কাজ করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ৩ সেপ্টেম্বর ২০২৪

কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরব আমিরাত ৫৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে না। তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেয়া হবে। এছাড়া অন্যান্য দেশে আইনভঙ্গের কারণে যারা জেলে আছেন তাদেরকেও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। 

গত জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এই ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। দেশটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল এই ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি