ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আজ দেশে ফিরছেন মানবপাচারের শিকার ১৫৪ অভিবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৪

লিবিয়া থেকে মানবপাচারের শিকার ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরে আসছেন। তারা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে দেশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 

আইওএম’র সহযোগিতায় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস। 

লিবিয়া দূতাবাসের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এ অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। অভিবাসীদের সাথে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

ডিটেনশন সেন্টারে থাকা এ সকল প্রবাসীরা বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানবপাচারের শিকার হয়েছিলেন।

জানা গেছে, চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে দুটি ফ্লাইটে আরও তিন শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

এসএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি